মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও কমপ্লিট শাটডাউনের সমর্থনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জড়ো হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা সমন্বয়ক জামাদুস সানি জুয়েল, ইয়াকুব রহমান শ্রাবণ, তাসদিৎ ও হেদায়েতুন নাহার হিরা প্রমুখ। পরে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শহরের গুরত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন শেষে মাদরাসা মাঠে এসে সমাপ্ত হয়। একই সময় উপজেলার বঙ্গসোনাহাট, জয়মনিরহাট ও বলদিয়া ইউনিয়নেও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা অবিলম্বে কোটা সংস্কারের দাবী মেনে নেয়াসহ ছাত্র হত্যার বিচার দাবী করে।
কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৪/বিকাল ৩:০৩