বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সিলেট আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা’র আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে ২০ দিন ব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার ও সংগঠনের সভানেত্রী রাখিমনি সিনহা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলায় প্রায় ৪০টি স্টল রয়েছে। এসব স্টলে তৈরি পোষাক, প্রশাধনী, ক্ষুদ্র ও কুটির শিল্প, প্লাস্টিক পণ্য, খেলনা, আচার ইত্যাদি রয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড রয়েছে। মেলা সবার জন্য উন্মুক্ত। প্রবেশ ফি নেই। তবে বিনোদনের জন্য গুনতে হবে নির্ধারিত ফি। আগামী ২০ দিন প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে অস্থায়ী স্টল নির্মাণ করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে।
মেলার আয়োজন প্রসঙ্গে আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী রাখিমনি সিনহা বলেন, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আখাউড়া উপজেলা শিল্প ও পণ্য মেলার আয়োজন করেছি। মেলায় নারী উদ্যোক্তারা বিভিন্ন পণ্য নিয়ে আসেন। এতে নারী উদ্যোক্তরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে।
মেলায় আয়োজনে স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা করছে। উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহী বলেন, নারী উদ্যোক্তার আয়োজনে এ মেলা হচ্ছে। উপজেলা পর্যায়ের জনসাধারণ মেলায় ভিন্ন কিছু দেখার সুযোগ পাবে এবং মেলা উপভোগ করবে। মেলার সফলতা কামনা করছি।
কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/রাত ১১:৪০