সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন ও ন্যাশনাল লিট ফেস্ট অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৫৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে কবি-সাহিত্যিক সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রতিমন্ত্রী ঢাকার খামারবাড়ির গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব কর্তৃক আয়োজিত ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পোয়েটস্ ক্লাব এর চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সাংবাদিক, কলকাতার কবি শক্তিময় দাস। এছাড়াও নাট্য ব্যক্তিত্ব আব্দুল আজিজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে তথা বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন জানিয়ে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা কবি-সাহিত্যিক সবাই পাচ্ছি।

অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটি-২০২৪’র আহবায়ক কবি ড. শহীদুল্লাহ আনসারীর সভাপতিত্বে ও বাংলাদেশ পোয়েটস্ ক্লাব ঢাকা জেলা ও বিভাগীয় কমিটির সভাপতি কবি আতাউল ইসলাম সুবজ’র সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাব এর চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের মহাপরিচালক কবি নাহিদ রোকসানা।

আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান খোকা, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সরকার, পোয়েটস্ ক্লাব নোয়াখালি জেলা সভাপতি কবি ফারুক আল ফয়সল। অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ মিলিয়ে দি হানড্রেডস ও দি ফোর্টি সিস্টার্স বিশেষ সম্মানে রঙিন উত্তরীয়, কবি-ব্যাগ, ম্যাডেল ও সনদপত্র দিয়ে যাদেরকে সম্মানিত করা হয়েছে, তারা হলেন- কবি যথাক্রমে নাহিদ রোকসান, মুস্তারী বেগম, অধরা লাকী, হেলেন মাহমুদ, সাঈদা আজিজ চৌধুরী, সেলিনা আহমেদ ডডন, শিল্পী রীণা রায়, আনুন নাহার লুবনা, সুরাইয়া পারভীন লিলি, ডাঃ মুহসিনা খানম, আফরোজা জেসমিন, সেলিনা জামান, দীপা বর্মণ, লায়লা আর্জুমান শিউলী, নূরুন নাহার মেরী, মুর্শিদা ভুঁইয়া মীরা, মোর্শেদা চৌধুরী এনী, তাসলিমা বেগম, সৈয়দা শিরিন আক্তার, তৌফিকা আজাদ, আফসানা আক্তার, কাজী শামীম রুবী, মাহফুজা আহমেদ, কামরুন জাহান ঝিনু, জান্নাতুন নাঈমী, রানু গাজী, সুবর্ণা অধিকারী, শাহিনা আফরোজ, সাজেদা ডুলু, সাহিনা জালালী পিয়ারা, সুরমা আক্তার, হাসিনা মমতাজ, নাহিন ফেরদৌস, মাহবুবা লাকি, জীবন নাহার খান নিপা, নাছরিন সুলতানা, হামিদা খাতুন, খাদেজা রহমান কল্পনা, ফরিদা সুলতানা, ইফফাত চৌধুরী, শাহনাজ শারমিন মুনু, ফারজানা আফরোজ রিতা, আরিফা রাব্বী মিলি, জয়নাব জোনাকী, ডা. অরূপরতন চৌধুরী, শক্তিময় দাস, ড. শহীদুল্লাহ আনসারী, তন্ময় হারিস, ডিআইজ রোকনউদ্দিন রোকন, ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, রেজা উদ্দিন স্টালিন, মীজা আশরাফুল ইসলাম, পুলক ভট্টাচার্য্য, ঢালী মুহাম্মদ দেলোয়ার, আব্দুর রাজ্জাক, আতাউল ইসলাম সবুজ, সুপ্রিয় বড়–য়া, ধ্রুব গৌতম, এবিএম সোহেল রশিদ, অভিনেতা আব্দুল আজিজ, আব্দুল আজিজ চৌধুরী, আব্দুর রশিদ চৌধুরী মোঃ আলী খান চৌধুরী মানিক, মোঃ নুরুল হুদা ডিউক , কণ্ঠশিল্পী মোঃ শফিকুল ইসলাম স্বপন, মোঃ আবুল কাশেম, দেবদাস হালদার, শিকদার আব্দুস সালাম, নজরুল ইসলাম বাঙালি, খান আখতার হোসেন, এটিএম মমতাজুল করিম, অমিতাভ চক্রবর্তী, আব্দুল মান্নান শেখ, আব্দুল হামিদ সরকার, ফারুক আল ফয়সাল, আবুল হোসেন হেলালী, মহিউদ্দিন চৌধুরী, মুক্তি আল মাহমুদ খান, আউয়াল খন্দকার, মুজিবুর রহমান বকুল, মোহাম্মদ আমির হোসেন, জামাল বিন হুসাইন, মোস্তাক মুসা, মোঃ জহিরুল ইসলাম, জুনায়েদ খোরাসানী, মানবিক কর্মী আবুল বাশার, সাংবাদিক জহিরুল জাহাঙ্গীর, মোঃ মনিরুজ্জামান, ড. শাহেদ মন্তাজ, জিএ সামদানী, আব্দুল্লাহ আল মামুন, শামছুল হক, ঢালী মনিরুজ্জামান, মোফাজ্জল হোসেন অনু, ওস্তাদ দিলদার হোসেন মোস্তার, কণ্ঠশিল্পী জমিয়া জামান নির্ঝর, মোহাম্মদ সোয়েব মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সরকার, মোঃ শাহ আলম, মোঃ রিপন মিয়া, রিফাত মাহবুব সাকিব, সাব্বির উদ্দিন, এসএম মনির, ডি.এম রুস্তম, রুস্তম আলী, মোঃ নূর আলম সিদ্দিকী হীরা, মোস্তফা হাসনাইন পিয়া, আবুল হোসেন মজুমদার, এম.এ করিম, মোঃ শামসুল হক, অভিনেত্রী অঞ্জিলি রায়, অভিনেতা ওমর সানি, অভিনেত্রী অঞ্জনা রহমান, কণ্ঠশিল্পী সামান্তা শাহীন, অভিনেতা পীরজাদা শহীদুল হারুন, কণ্ঠশিল্পী ফকির সাহাবউদ্দিন প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মিলন রায়, মোঃ আলী খান চৌধুরী মানিক, শফিকুল ইসলাম স্বপন, মোঃ শাহিদুল ইসলাম, অমিতাভ চক্রবর্তী, আফরোজা জেসমিন, মুর্শিদা ভূইয়া মীরা, নাছরিন সুলতানা। অনুষ্ঠান শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন। কণ্ঠশিল্পী মোঃ শফিকুল ইসলাম স্বপন এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলকতার প্রখ্যাত কণ্ঠশিল্পী পুলক ভট্টাচার্য্য ও কণ্ঠশিল্পী মীরা রায়।

জসিম উদ্দিন ললিত কলা একাডেমির কোরিওগ্রাফার তহুরা আক্তার সাথী’র পরিচালনায় কাজী নজরুল ইসলামের “আমি বন ফুল গো” গানে সাথে নৃত্য পরিবেশন করেন সাদমিন আনাম সানজানা, নূর, রাজেস্বরী সরকার স্পর্শ, বর্ণ, সানজারী ইসলাম সারা, মায়া বনিক অথৈ, জ্যোতি আহমেদ সোহানা, অন্নেসা মজুমদার, মৃত্তিকা পারেখ, নিলীমা আহমেদ নিলা, পিউ বণিক, শিশির কণা সরকার প্রমুখ। অনুষ্ঠানে আগত সকলকে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit