আন্তর্জাতিক ডেস্ক : কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের মঞ্চ থেকে ১৪০ মিটার দূরে একটি ভবনের ছাদ থেকে এআর- ১৫ স্টাইলের সেমিঅটোমেটিক রাইফেল দিয়ে ট্রাম্পের ওপর গুলি চালান।
থমাস ম্যাথিউ ক্রুকস, বেথেল পার্কের বাসিন্দা ছিলেন। যেখানে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছিল সেখান থেকে প্রায় এক ঘন্টা সময়ের দূরত্ব। ম্যাথিউ ক্লেয়ারটন স্পোর্টসম্যানস ক্লাব নামে একটি স্থানীয় শ্যুটিং ক্লাবের সদস্য ছিলেন৷
দ্য পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘তিনি হাই স্কুলে রাইফেল দলে ঢোকারও চেষ্টা করেছিলেন কিন্তু বাজে পারফরম্যান্স করার জন্য তাকে নেয়া হয়নি।
দ্য পোস্টকে থমাসের এক বন্ধু জানিয়েছেন থমাস একবার ২০ ফুটের কাছাকাছি দূরত্বের একটি টার্গেট মিস করেছিলেন। মারফি জানান, ‘সে চেষ্টা করেছিল। এমন একটি হাস্যকরভাবে খারাপ শট দিয়েছিল যে সে প্রথম দিনই দল থেকে বাদ পড়ে যায়।
তার অন্য এক সহপাঠী জানান, সে একদম ভালো শ্যুটার ছিল না। থমাস ম্যাথিউ ক্রুকস সম্পর্কে প্রাথমিক তথ্যে জানা গেছে তিনি পেনসিলভানিয়ায় তার নিজের শহরের কাছে কোন প্রতিষ্ঠানে এন্ট্রি-লেভেল চাকরি করছেন।
তিনি ২০২২ সালে কৃতিত্বের সঙ্গে স্থানীয় একটি হাই স্কুল থেকে স্নাতক লাভ করেন। তিনি খুব চুপচাপ স্বভাবের ছিলেন বলেও জানা গেছে। বেথেল পার্ক হাই স্কুলে তার কাউন্সেলর তাকে সবার প্রতি শ্রদ্ধাশীল বলে বর্ণনা করেন এবং বলেছেন যে তার কখনও মনে হয়নি থমাস রাজনীতির সঙ্গে জড়িত।
শনিবার ( ১৩ জুলাই) পেনসিলভানিয়ার বাটলারে একটি নির্বাচনী জনসভায় চলাকালে ট্রাম্পকে গুলি করেন থমাস।
পরে সিক্রেট সার্ভিস স্নাইপারের গুলিতে মারা যান ম্যাথিউ।
সূত্র: এনডিটিভি
কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:২৮