স্পোর্টস ডেস্ক : হতাশাজনক বিশ্বকাপ সফর শেষ করার পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছিল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভরাডুবি দেখেছে দলটি। দলের এমন করুণ পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিয়ে গতকাল (বুধবার) নির্বাচক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে। আজ নতুন দুইজনকে অন্তর্ভুক্ত করা হল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটিতে।
নির্বাচক কমিটিতে সদ্য দায়িত্ব পাওয়া দুইজন হলেন পাকিস্তানেরই দুই সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক। এই দুইজনকে নিয়ে নতুন নির্বাচক প্যানেল গঠন করল পিসিবি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল গঠন দিয়েই যাত্রা শুরু হবে ইউসুফ-আসাদের নতুন এই কমিটির যাত্রা। পাকিস্তানের নতুন এই নির্বাচক কমিটিতে জায়গা হয়নি বিলাল আফজালের। অবশ্য পিসিবির নতুন একটি ভূমিকায় দেখা যাবে তাকে।
কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪