যামিনীপাড়া জোন ২৩ বিজিবির উদ্যােগে অসহায় পাহাড়ি-বাঙালিদের বিভিন্ন অনুদান প্রদান।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
৯০
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ জুলাই) যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন।
মানবিক সহায়তার মধ্যে জোনের আওতাধীন দুস্থ ও অসহায় (১) জাপান শ্রী ত্রিপুরা, (২) সরলীকা ত্রিপুরা, (৩) শমি বালা ত্রিপুরা, (৪) জোস্না আক্তার, (৫) খোদেজা আক্তার, এই ৫জনকে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছে। তাদের আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ১৪.৫০ বান ঢেউটিন অনুদান দেয়া হয়। এছাড়া ডাকবাংলা লুম্বিনী বৌদ্ধ বিহারে ০১টি সিলিং ফ্যান, ইউনিসেফ পাড়াকেন্দ্র (বড়পাড়া) স্কুলে ০১টি সিলিং ফ্যান অনুদান প্রদান, ০৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে নগদ আর্থিক অনুদান প্রদান, বিশ্বরাম কারবারীপাড়া থেকে বড়পাড়া তৈলাফাং ছড়া পাড়াপাড়ের জন্য সাঁকো মেরামতের নিমিত্তে আর্থিক অনুদান প্রদান এবং যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৫০,০০০/- টাকা অনুদান দেয়া হয়।
হোসনেয়ারা বেগম, স্বামী-বেলাল হোসেন এর বাড়ীতে বিদ্যুৎ না থাকায় ০১ টি সৌর বিদ্যুতের ব্যাটারি অনুদান প্রদানসহ আমিন সরদারপাড়া জামে মসজিদের ইমাম থাকার ২০ ফুট একটি টিন সেড ঘর নিমার্ণের জন্য আর্থিক অনুদান এবং ছালেহা খাতুন, এর মেয়ের বিবাহের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ০৫ টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাল এবং ৫০ কেজি চিনি বিতরণ করেন। মোট ২,০১,৩৫০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ১৯৪৫ জন (পাহাড়ি-১৪৭২ এবং বাঙালি-৪৭৩ জন)।