বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের হামলায় আহত বীর মুক্তিযোদ্ধার নাম আবুল কালাম (৭২)। তিনি উপজেলার খাড়েরা ইউপির দেলী গ্রামের মৃত সোনা মিয়া সর্দারের ছেলে। গত মঙ্গলবার (৯জুলাই) দুপুর ১২.০০ ঘটিকায় তার বসত বাড়ির উঠানে হামলার এই ঘটনা ঘটে। অভিযুক্ত হামলাকারীরা হলেন, একই এলাকার মৃত আব্দুল কাউয়ুমের ছেলে যোবল মিয়া (৩৫), সুমন মিয়া (৪০) ও রুবেল মিয়া (২৮) এবং মৃত আবুল কাশেমের ছেলে আনিছ মিয়া (৪০), হানিফ মিয়া (৪৫) ও বাহার মিয়া (৩৫)।
হামলার বিচার চেয়ে কসবা থানার অফিসার ইনচার্জের কাছে মুক্তিযোদ্ধা আবুল কালামের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা মুক্তিযোদ্ধা আবুল কালামের ভাতিজা হয়। তারা মাদক দ্রব্য সেবনকারী ও ব্যবসায়ী। তাদের ভয়ে সাধারন মানুষ মুখ খুলে সত্য কথা বলার সাহস পায় না। পূর্বে ও তারা আবুল কালামের জায়গা সম্পত্তি জবর দখলের পায়তারা সহ মারধর করে মারাত্মক জখম করে।
তার নিজ জায়গায় লাগানো কলা গাছ কেটে তছনছ করে লাউ গাছ রোপন করার পায়তারার প্রতিবাদ করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে মারাত্মকভাবে জখম করে। শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায় এবং হত্যার হুমকি প্রদান করেন। হামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা হামলার ঘটনাকে অস্বীকার করে মিথ্যা ও বানোয়াট বলে জানান। এবিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহমেদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।