মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : “অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ^ জনসংখ্যা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ তাপস কুমার শীল এর সভাপতিত্বে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
পরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসাবে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সূর্যের হাসি ক্লিনিক নির্বাচিত হয়। ১০ ক্যাটাগরীর শ্রেষ্ঠ ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেষ্ঠ তুলে দেয়া হয়।
কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৪,/বিকাল ৩:৩৬