পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর এলাকায় অভিযান চালিয়ে আখাউড়া থানার এস,আই নির্মলেন্দু চাকমা, এ,এস,আই কাজী হাবিবুর রহমান, এ,এস,আই মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকো স্টিম অভিযান চালিয়ে ৩৪ বোতল স্কফ সিরাপ সহ গ্রেফতার করে তাকে থানায় নিয়ে আসে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৩৪ বোতল স্কফ সিরাপ সহ তাকে আটক করা হইয়াছে । তাহার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক মামলা রজু করা হইয়াছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক রজু আছে। মাদক কারবারি ও মাদক ব্যবসায়ী যে দলেরই হউক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবেনা। এ ধরনের মাদক বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত বলেও তিনি জানান।
কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৪,/দুপুর ১২:০০