ডেস্ক নিউজ : গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা রাজধানী ঢাকার কিছু কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এর মধ্যে রয়েছে- ধানমণ্ডির কলাবাগান, কাঁঠাল বাগান, গ্রিন রোড, পান্থপথসহ ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকা। এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
মেরামতকালীন তিতাস ও বাখরাবাদের বিতরণ এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানা গেছে। অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর কারণে সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় এলএনজি সরবরাহ অর্ধেক কমে গেছে। এতে করে সারাদেশেই গ্যাস সংকট বিরাজ করছে। ১৫ জুলাই নাগাদ সামিটের ভাসমান টার্মিনাল চালু হওয়ার কথা রয়েছে।
কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ৮:৪৫