ডেস্ক নিউজ : শনিবার (৬ জুলাই) দুপুরে ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আন্তর্জাতিক প্রতিবেদন বলে জনসংখ্যার হার বিবেচনা করলে বাংলাদেশে প্রতিবছর যত কোটিপতি তৈরি হয় বিশ্বের আর কোনো দেশে এতো কোটিপতি হয় না। তার জন্য মনে হয় বাংলাদেশ অনেক উন্নতিই করতেছে, কিন্তু অন্য রিপোর্ট যেটা বলে, বাংলাদেশে প্রতিবছর যে পরিমাণ মানুষ দারিদ্র্যসীমার নীচে চলে যাচ্ছে এটা অসম্ভব। এক দিকে হাতেগোনা কিছু মানুষ অনেক অনেক সম্পত্তির মালিক হচ্ছে, আরেকদিকে হাজার হাজার-হাজার, লক্ষ-লক্ষ, কোটি-কোটি মানুষ আরও দরিদ্র্য হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। এরকম বৈষম্য বাড়ানোর জন্য তো আমরা স্বাধীনতা যুদ্ধ করি নাই।
তিনি আরও বলেন, আমরা খুব আশা নিয়ে যুদ্ধে গিয়েছিলাম, দেশে গণতন্ত্র থাকবে, এদেশে সুশাসন থাকবে, বৈষম্যের অবসান হবে, মানবিক মর্যাদা থাকবে, যেটা পাকিস্তানে ছিল না। আমরা সম্মানিত নাগরিক হিসেবে জীবনযাপন করব, যেটা পাকিস্তানে পারি নাই। কিন্তু দুর্ভাগ্য, ক্ষমতার মোহে আজ যারা ক্ষমতাসীন তারা আমাদের সব আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে। আজ দেশে গণতন্ত্র নাই। এদেশে ভোট হয় না। আজ দেশে বৈষম্য বেড়েছে।
বেলা সাড়ে ১০টা থেকে দিনব্যাপী প্রশিক্ষণে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০৫