 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : টি টোয়েন্টি বিশ্বাকাপের এবারের চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপ জেতায় আনন্দে কাঁদছিল বিরাট কোহলি, রোহিত শর্মাসহ পুরো ভারতীয় দল। আবেগ ধরে রাখতে পারেননি তারা। হাউ হাউ করে কেঁদেছেন সবাই। সতীর্থদের জড়িয়ে ধরেছেন। এমনকি আনন্দে বাঁধভাঙা কান্না ছিল ভারতীয় সমর্থকদের চোখেও।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন রোহিত বলেন, ‘গত তিন-চার বছর ধরে আমরা কীসের মধ্যে দিয়ে গেছি, সেটা বলা খুব কঠিন। পর্দার আড়ালেও অনেক কিছু হয়েছে। এটা শুধু আজকের না, আমরা গত তিন-চার বছর ধরে যা করছি, তার ফল। আমরা অনেক চাপের ম্যাচ খেলেছি, শেষে ভুল দিকে থেকেছি।’
বিশ্বকাপজয়ী অধিনায়ক যোগ করেন, ‘কিন্তু ছেলেরা এখন বুঝতে পেরেছে, কী করতে হবে দেয়াল টপকাতে হলে। আমরা একসঙ্গে থেকেছি, সবাই খুব করে চেয়েছে ট্রফিটা জিততে। আমি এই ছেলেদের নিয়ে ভীষণ গর্বিত, তারা আমাদের স্বাধীনতা দিয়েছে; যেভাবে খেলতে চেয়েছি, তার বাস্তবায়ন করতে। ম্যানেজমেন্টকেও কৃতিত্ব দিতে হয়।’
কোহলিকে নিয়ে রোহিত বলেন, ‘কোহলির ফর্ম নিয়ে কারো দ্বিধা ছিল না। আমরা জানি তার মান কেমন, বড় উপলক্ষে বড় খেলোয়াড় দাঁড়িয়ে গিয়েছে। কোহলি আমাদের জন্য একপ্রান্ত ধরে রেখেছে, আমরা চেয়েছি একজন যতটা সম্ভব সময় উইকেটে থাকুক। এখানে কেউ গিয়েই খেলার মতো উইকেট ছিল না।’
রোহিতের মতে, ‘এখানেই কোহলির অভিজ্ঞতা চলে এসেছে। আমি তার সঙ্গে অনেক বছর ধরে খেলেছি, এমনকি আমিও জানি না কীভাবে সে এসব করে। এটা ছিল মাস্টারক্লাস ইনিংস। তার স্কিলে ভরসা রেখেছে আর সে অনেক আত্মবিশ্বাসী ছিল।’
কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/বিকাল ৫:০০