বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ৩০ জুন, ২০২৪
১১৭
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : অন্তত হাসিমুখে সেবা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আক্তার। রবিবার দুপুরে বিদায়জনিত বদলী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আখাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় বিদায়ী ইউএনও বলেন, ‘পারিবারিক কারণে খুব কম সময় থেকে এখান থেকে চলে যাচ্ছি। তবে সাত মাসের যে সময়টুকু পেয়েছি চেষ্টা করেছি হাসিমুখে সেবা দেওয়ার। আখাউড়ার মানুষ আমাকে যে সহযোগিতা করেছেন সেটা মনে রাখবো।’উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘হাসিমুখে সেবা দেওয়া ছিলো ওনার বড় গুণ। কম সময়ের মধ্যে তিনি আখাউড়াবাসীর মন জয় করেছেন।’
এ সময় জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, আব্দল হালিম হেলাল, মোসলেম উদ্দিন, বিশ্বজিৎ পাল বাবু, মো. শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিদায়ী ইউএনও’র হাতে এ সময় শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।