ডেস্ক নিউজ : রামুতে কুরবানির পশু জবাই করার সময় গরুর লাথিতে আব্দুল কাদের (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঈদের দিন উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড কোদালিয়া কাঁটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাদের ওই এলাকার মৃত রামাদান করিমের ছেলে।
ওয়ার্ড মেম্বার সরোয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঈদের জামাত শেষে গ্রামে গরু কুরবানি করছিলেন কাদের। এ সময় হঠাৎ গরুটি তাকে বুকে লাথি মারে। এতে কাদের অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে দ্রুত ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কাদেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৪,/বিকাল ৪:২৫