এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরর চৌগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসুচির মধ্যে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালোপতাকা, দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, কোরআন খানি, এতিমদের মাঝে খাবার বিতরণ ও পথচারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলার ফুলসারা, পাশাপোল, সিংহঝুলী, ধুলিয়ানী, চৌগাছা সদর, হাকিমপুর, জগদিশপুর, পাতিবিলা, নানায়নপুর, স্বরুপদহ ও সুখপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কোরআন খানি, এতিমদের মাঝে খাবার বিতরণ ও পথচারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে কোরআন খানি, এতিমদের মাঝে খাবার বিতরণ ও পথচারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির নেতা মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ ছালাম, ইউনুচ আলী দফাদার, মাসুদুল হাসান, পৌরবিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ও আব্দুর রহিম প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্যসচিব মঈন উদ্দীন মঈন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব ঈমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহরান হোসেন জিতু প্রমুখ।
কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৫০