আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, চীনে বেশ কয়েকবছর ধরেই হোয়াটসঅ্যাপ সেবা নিষিদ্ধ। কিন্তু সম্প্রতি এ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটিতে কিছু ব্যবহারকারী বিনামূল্যে এ অ্যাপ ব্যবহার করতে পারছেন।
চীনকে প্রায়ই ‘গ্রেট ফায়ার ওয়াল’ বলে ডাকা হয়। কারণ দেশটি ইন্টারনেটে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক সতর্কতা অবলম্বন করে থাকে। চীনের বেইজিং ও সাংহাই শহরের বাসিন্দারা মেটা প্ল্যাটফর্মের সেবা পেতে সাধারণত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে থাকেন।
তবে এখন তারা এই ধরনের কোনো ‘টুল’ ব্যবহার করা ছাড়াই মেটা প্ল্যাটফর্মের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন। তবে হোয়াটসঅ্যাপ ছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন সিগনাল ও ইন্সটাগ্রাম এভাবে ব্যবহার করা যাচ্ছে না। যদিও হোয়াটসঅ্যাপের এমন ভুতুড়ে আগমনে দেশটির স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো’র মতো জনপ্রিয় হতে পারেনি। ওয়েইবো অনেকটা টুইটারের মতোই।
চীনের কিছু মানুষ মেটার জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করলেও বেশিরভাগ মানুষ তাদের দেশীয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট ব্যবহার করেন। চীনে হঠাৎ করে কেনো এমনটা হচ্ছে তা এখনও জানা যায় নি। তবে চীনের কিছু ব্যবহারকারী আগেও সীমিত সময়ের জন্য নিষিদ্ধ সাইটগুলোতে প্রবেশ করতে পারতো। এর জন্য বিশেষজ্ঞরা নেটওয়ার্কের ত্রুটিকে দায়ী করেন।
কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/রাত ১০:২৩