বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

পুতিন সম্ভবত নাভালনিকে হত্যার নির্দেশ দেননি: মার্কিন গোয়েন্দারা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অন্যতম বিরোধী নেতা ও ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত আলেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় বিশ্ব রাজনীতিতে বড় ধাক্কা লাগে। পশ্চিমাদের অনেকেই দাবি করেছিলেন, পুতিনের নির্দেশেই নাভালনিকে হত্যা করা হয়েছিলো। যুক্তরাষ্ট্রের মতও অনেকটা তেমনই ছিলো।

তবে এবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অনেকখানি ইউটার্ন নিয়েছে। মার্কিন বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মনে করছেন, নাভালনির কারাগারে মৃত্যুর ঘটনায় সম্ভবত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত নন। নাভালনিকে মেরে ফেলার পরিকল্পনা তার ছিল না।

গত ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার আর্কটিক কারাগারে বন্দী অবস্থায় মারা যান ৪৭ বছর বয়সী নাভালনি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে গত মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নাভালনির মৃত্যুর ঘটনায় পুতিনের দায় আছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সে কথা বিশ্বাস করেন। তবে তারা মনে করেন রুশ প্রেসিডেন্ট পুতিন সম্ভবত নাভালনিকে হত্যার নির্দেশ দেননি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit