বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

অভিনয়ে আসার আগে কোন পেশায় ছিলেন পরিণীতি?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : এখন আর শুধু অভিনেত্রী নন পরিণীতি চোপড়া। কাজ করছেন গায়িকা হিসেবেও। সঙ্গে তিনি আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার স্ত্রী। তবে অভিনয়ে আসার আগে কী কাজ করতেন পরিণীতি?

ইমতিয়াজ আলির পরিচালনায় অমর সিং চামকিলায় অভিনয়ের জন্য ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন পরিণীতি চোপড়া। সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরুর দিনগুলো ভাগ করে নিলেন অভিনেত্রী। রাজ শামানির সঙ্গে পডকাস্টে তাকে ভাগ করে নিতে দেখা যায়, ওয়াইআরএফ-এর মার্কেটিং এবং পিআর বিভাগে একজন ইন্টার্ন হিসেবে তিনি শুরু করেছিলেন ক্যারিয়ার।

পরিণীতি উল্লেখ করেন, “আমি রানির হয়ে ‘দিল বোলে হারিপ্পা’, দীপিকা পাড়ুকোন এবং নীল নিতিন মুকেশের ‘লাফাঙ্গে পারিন্দে’র প্রচার করেছি। আনুশকা ও শাহিদ কাপুরের ‘বদমাশ কোম্পানি’র কাজও করেছিলাম। যশরাজের স্টুডিওতে ইন্টার্ন হিসেবে আমার শেষ ছবি ছিল ব্যান্ড বাজা ভারাত। ওদের জন্য কফিও অর্ডার করতাম।”

তিনি আরও ভাগ করে নেন, ইন্টার্ন থাকার সময় যে সাংবাদিকদের তিনি সেলেব্রিটি সাক্ষাৎকারে ব্যবস্থা করে দিতেন, তারাই এখন তার সাক্ষাৎকার নেন।

যশরাজ ফিল্মসের সঙ্গে দেড় বছর কাজের পর, সেই চাকরি ছেড়ে দেন তিনি। তবে একদিন হঠাৎই তার কাছে একটি ফোন আসে আদিত্য চোপড়ার কাছ থেকে। যা তার ক্যারিয়ার আর জীবন দুটোই বদলে দেয়। 

পরিণীতি বলেন, “চাকরি ছাড়ার কয়েকদিন পর, আমি আদির কাছ থেকে একটি ফোন পাই। তখন তো আমি অবাক, ও আমাকে কেন ফোন করছে।”

ফোনে আদিত্য সেই সময় পরিণীতিকে যশরাজের সঙ্গে তিনটি সিনেমার চুক্তিতে স্বাক্ষর করানোর কথা বলেছিলেন। কাস্টিং ডিরেক্টর শানু শর্মার সঙ্গে তার অডিশনের ভিডিও পছন্দ হয়েছিল আদিত্য চোপড়ার। এর এক মাস পর লেডিজ ভার্সেস রিকি বাহেল-এর অফার পান। 

এরপর প্রায় ১১ বছর যশরাজের নায়িকা হিসেবে কাজ করেন পরিণীতি। ইশকজাদে, হাসি তো ফাসি, মেরি প্যায়ারি বিন্দু’র মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit