শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রুমা চক্রবর্তী এর সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ বাংলাদেশ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।সোমবার (১৫ এপ্রিল) সকালে তাঁর নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা।শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ঐক্য পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম. বাবর লস্কর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অপু কর, সহ সভাপতি জাকির হোসেন, মাশুক মিয়া, সাধারণ সম্পাদক তাহের হোসেন, রিপন কর প্রমুখ।
কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:২৪