আন্তর্জাতিক ডেস্ক : অষ্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড শপিং মলে ছুরি হাতে এক ব্যক্তির হামলার এমন বর্ণনা দিয়েছেন এই প্রত্যক্ষদর্শী। স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) ৩টা ১০ মিনিটে ছুরিধারী ব্যক্তিটি ওয়েস্টফিল্ড শপিং মলে ঢোকেন। এরপর কয়েক মিনিট পরে ফিরে এসে তার তাণ্ডব শুরু করেন।
তিনি বলেন, একটি বড় ছুরি হাতে নিয়ে লোকটি আমাদের দিকে আসতে শুরু করেছিল এবং আমি শুনলাম, অফিসার বলছেন, ‘নিচু করে রাখ’ ‘নিচে রাখ’। এরপর এগিয়ে এসে অফিসারটি লোকটির মুখোমুখি হন। লোকটি তার দিকে হঠাৎ ছুরি উঁচিয়ে ধরেন। পরক্ষণেই তাকে গুলি করেন অফিসার।
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১২