ডেস্ক নিউজ : ঢাকা-মাওয়া হাইওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ খাইরুল হাসান দিহান (১৯)।
শনিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দিহান ডেমরার দনিয়া কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৪/দুুপুর ২:০৪