স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজস্থান রয়্যালসের দেয়া ১৯৬ রান তাড়া করে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট টাইটান্স। কঠিন লক্ষ্য তাড়া করে দলকে জয় এনে দেয়ার পথে ৪৪ বলে ৭২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন গিল।আর এ ইনিংস খেলার পথে আইপিএলের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন গুজরাট অধিনায়ক। এ ম্যাচে মাঠে নামার আগে ৯৩ ইনিংসে তার রান ছিল ২৯৭৩ রান।
গিল এ মাইলফলক স্পর্শ করেছেন ২৪ বছর ২১৫ দিন বয়সে। তাতে তিনি পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। ভারতীয় তারকা ব্যাটার আইপিএলে এ মাইলফলক স্পর্শ করেছিলেন ২৬ বছর ১৮৬ দিনে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সানজু স্যামসন। ২৬ বছর ৩২০ দিনে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।
তালিকার চতুর্থ স্থানে রয়েছেন সুরেশ রায়না। ২৭ বছর ১৬১ দিন বয়সে এ মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। পঞ্চম স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তিনি এই নজির গড়েছিলেন ২৭ বছর ৩৪৩ দিনে।
কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০০