ডেস্ক নিউজ : ঈদের দিন ও পরদিন মোট দুদিন মেট্রোরেল বন্ধ থাকছে। এ যেন মেট্রোরেলের ‘ঈদ উদ্যাপন’। অন্যদের মতো মেট্রোও কাটাচ্ছে ঈদের ছুটি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ঈদুল ফিতরের দিন ও ঈদের পরদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের দিন এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা দুদিন বন্ধ থাকছে মেট্রো।
মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, ঈদে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে না। এতে খরচ বাড়বে। এছাড়া কর্মীর সংখ্যাও কম। ফলে এদিন মেট্রোরেল চালু রাখলে প্রায় সবাইকে ঈদ বাদ দিয়ে কাজে ব্যস্ত থাকতে হবে। সব মিলিয়ে তাই ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি পড়ায় দুদিন বন্ধ থাকছে মেট্রো।
ঈদের দিন ও পরদিন মেট্রো চলাচল বন্ধ থাকায় কিছুটা ক্ষোভ প্রকাশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী সজীব-উজ জামান শান্ত।
তিনি বলেন, ‘মেট্রো হলো গণপরিবহন। এটি শুক্রবারই বন্ধ রাখা উচিত না। আর ঈদের দিন তো অবশ্যই না। ঈদের সময় বেশিরভাগ মানুষ ঢাকার বাইরে চলে যাওয়ায় গাড়ি পাওয়া যায় না। মেট্রো থাকলে যারা ঢাকায় পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হবেন তাদের যাতায়াতে সুবিধা হতো।’
কথা হয় নিয়মিত মেট্রো ব্যবহারকারী আরেক যাত্রী আশিক রহমানের সঙ্গে। তিনি সময় সংবাদকে বলেন, ‘মেট্রোর প্রতি রাজধানীবাসীর যে আস্থা তৈরি হয়েছে তা ধরে রাখা দরকার। ঈদের সময় মেট্রো বন্ধ রাখলে তো আর হবে না। ডাক্তার, পুলিশ, সাংবাদিকরাও তো ঈদের সময় ছুটি পান না। সেইখানে মেট্রো গণপরিবহন হিসেবে সবসময় চলা উচিত। অথচ মেট্রোও কি-না ঈদের ছুটি কাটাচ্ছে।’
এ বিষয়ে ডিএমটিসিএলের উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল আগেই। গত ঈদেও এ সার্ভিস বন্ধ ছিল। কাজেই বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে মেট্রোরেল চলাচল দুদিন বন্ধ থাকছে। এরপর শনিবার থেকে সময়সূচি মেনেই চলবে রেল।’
নাজমুল ইসলাম আরও বলেন, ‘রমজান মাসের প্রথম দিকে মেট্রোরেলে প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ ৪৫ হাজার যাত্রী চলাচল করেছেন। রমজানের আগে এ সংখ্যা ছিল ৩ লাখের কাছাকাছি। তবে ১৬ রমজান থেকে মেট্রোরেলের চলাচল এক ঘণ্টা বাড়ানোর পর যাত্রীর সংখ্যা বাড়ে। কয়েক দিন ধরে প্রতিদিন প্রায় ৩ লাখ করে যাত্রী চলাচল করেছেন।’
কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৫৫