মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলার গোপালপুর পৌরসভার শতাধিক ব্যাক্তির মাঝে এই ঈদ সামগ্রী বিতরণন করা হয়।
এ সময ফ্রেন্ডস ফাউন্ডেশন ৯৫ এর সভাপতি নাসির উদ্দিন বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন সেতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের ১৯৯৫ এসএসসি ব্যাচের শিক্ষার্থী ও ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্য ডা. মাহমুদা, যমুনা, সুমা, বিলকিস, রাশিদা, হারুনুর রশিদ ও মাজদার রহমান। এ সময় বক্তারা বলেন, আমরা নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের পক্ষ থেকে সকলের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ, ভবিষ্যতে আরো বড় পরিসরে এধরনের সহায়তা অব্যাহত থাকবে।