শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রদূতদের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক ‍নিউজ : বৃহস্পতিবার (৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র সময় সংবাদকে এমন তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর ৯ নির্দেশনার শুরুতেই নির্বাচন–পরবর্তী কূটনীতির প্রসঙ্গটি এসেছে। 

এছাড়াও অর্থনৈতিক কূটনীতিতে জোর, অর্থনৈতিক উত্তরণের পরিক্রমায় পণ্য ও জনশক্তির বাজার সম্প্রসারণ ও বিকল্প আমদানি উৎসের সন্ধানের কথাও বলা হয়েছে। সূত্র জানিয়েছে, বিনিয়োগ আকৃষ্ট করা, রোহিঙ্গা প্রত্যাবাসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ, বাণিজ্যবিষয়ক নানা অনুষ্ঠানের আয়োজন, জনকূটনীতি, অন্যান্য বৈশ্বিক ইস্যু এবং জনবল ও বাজেটের যৌক্তিক সুষমকরণের বিষয়টিও তুলে ধরেছেন মন্ত্রী।

রাষ্ট্রদূতদের কাছে নানা বিষয়ে চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশনা দিয়ে পাঠানো চিঠির শেষে পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় স্বার্থ সমুন্নত রেখে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে সদা পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক কর্মকাণ্ড বহুমাত্রিকভাবে বিস্তৃত করার প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit