মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকাল ৮ টায় স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সরকারী-বেসরকরী প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সমূহ।এদিকে দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৪,/বিকাল ৫:০০