আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দোকানে আগুন লেগে পুড়ে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ১৪ মার্চ বৃহস্তপতিবার সকাল সাড়ে ৬টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর কাঁঠালতোলা এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা। পুড়ে যাওয়া দোকানগুলো হলো, বগুড়া সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল কাদেরের কাদের এর কাদের ডেন্টিং ও পেন্টিং ওয়ার্কসপ। দোকানে ট্রাকের কেবিন এর মালামল গদি, কাঁচসহ বিভিন্ন সামগ্রী ছিল।
স্থানীয়রা জানান, আনুমানিক ভোর ৬.৪০ মিনিটে বাসার মধ্যে প্রচন্ড ধুয়া আসছে। তখন বাহির হয়ে দেখতে পায় কাদের ডেন্টিং ও পেন্টিং ওয়ার্কসপ এ আগুন লেগেছে। তখন ফায়ার সার্ভিসকে খবর দেন এবং আব্দুল কাদের বিষয়টি জানান। ফাসার সার্ভিস আসতেই আগুন আরো ১টি দোকানে ছড়িয়ে পড়ে। দোকানের মালিক আব্দুল কাদের জানান, আমি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকালে আমাকে মোবাইলে জানায় দোকানে আগুন লেগেছে।
আগুনের সুত্রপাত আমার দোকান থেকে শুরু হয়েছে। প্রথমে আমার দোকানে পুড়ে ছাই হয়ে যায়। এরপর আগুন অন্য ১টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে আমার ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীর দাবি করেছেন। এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ নাদির হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। যার ফলে সেখানে আরো ৫টি দোকান ও আশেপাশে বাড়িঘর ছিল এগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। তারা ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমকিভাবে ধারনা করা যাচ্ছে।
কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/দুপুর ২:৪০