জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ত:হল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩-২০২৪ আজ ৫ মার্চ (২০২৪) মঙ্গলবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল কমিটির সভাপতি অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘শারীরিকভাবে সুস্থ ও নীরোগ থাকতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শরীর সুস্থ থাকলে মস্তিষ্ক সবসময় সক্রিয় থাকে এবং পড়াশোনায়ও মনোযোগ বৃদ্ধি পায়। মানসিক শক্তি অর্জনেরও একটি অন্যতম মাধ্যম খেলাধুলা”। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষায় নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের জন্য বন্ধু-বান্ধব, সহপাঠী ও অন্যদেরকে উৎসাহিত করতে উপাচার্য খেলোয়াড়দের প্রতি আহবান জানান।
কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৪,/রাত ১০:৪৪