বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার দুপুরে মো. ইব্রাহিম মিয়া নামে ওই আসামীকে পৌর এলাকার ভাদুঘর বাস্টস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম মিয়া ভাদুঘরের মো. মহব্বত আলীর ছেলে।
সদর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১১ সালে মাদকসহ ধরা পড়লে ইব্রাহিমের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় আদালত তাকে সাত বছরের সাজা দেন। এরপর থেকে ইব্রাহিত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়।
কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/রাত ৮:২৪