আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় সোমবার (২৬ ফেব্রুয়ারি)) এনবিসি নিউজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাইডেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাইডেনের সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। খবর রয়টার্সের। বাইডেন বলেন, রমজান মাস আসছে। ইসরাইলের সঙ্গে চুক্তি হয়েছে, তারা এ মাসে গাজায় হামলা চালাবে না। যাতে করে আমরা এসময়ে ইসরাইলি জিম্মিদের মুক্ত করে নিয়ে আসার উপায় বের করতে পারি।
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি ইস্যুতে ইসরাইলি কর্তৃপক্ষ ও হামাসের মধ্যে ‘কার্যকর আলোচনা’ চলছে। সম্ভাবনা আছে, শিগগিরই ঐক্যমতে পৌঁছাতে পারে উভয়পক্ষ। এই ইস্যুতে এরই মধ্যে কয়েক দফায় বৈঠক করেছে মিশর, কাতার, ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং হামাসের প্রতিনিধিরা। প্যারিস ও দোহায় বৈঠকের পর এবার কথা রয়েছে কায়রোতে আলোচনায় বসার। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলি আগ্রাসন। সোমবারও রাফাহ’য় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেনারা।
কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৮