বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কবরবাসী স্মরণে কবরবাসীর রুহের আত্মার মাগফেরাত কামনায় যুবকদের ব্যতিক্রম আয়োজন ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা হাফিজিয়া মাদ্রাসা মাঠে বাউতলা মসজিদপাড়া যুব সমাজের আয়োজনে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত মাওঃ হাফেজ তাফাজ্জুল হক আকবরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে কোরআন ও সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন সিলেট হবিগঞ্জের জান্নাতুল মাওয়া মহিলা মানুরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওঃ সিরাজুল ইসলাম মিরপুরী।
বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন দেবিদ্বার মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওঃ নাজমুল হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান এম, এ, মতিন, আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলুু, স্থানীয় ইউনিয়ন সদস্য মোঃ জিতু মিয়া মুসল্লী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুল হক চৌধুরী মাহিব নগরী, হাফেজ মাওঃ আরিফুল ইসলামসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা। পরে গ্রামের সকল কবরবাসীর রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
কিউএনবি /অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:২৪