শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা সিলেট নগরীর অভিজাত হোটেলে ডালাসে অনুষ্ঠিত হয়। পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিনের পরিচালনায় সাধারণ সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাফিজ উল্লা, রফি আহমদ নোমান, ডাঃ হেলাল আহমদ, আব্দুল মালেক, অরুণ কুমার পাল, মোঃ আমীর আলী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আমিনুল হক প্রমুখ। সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে কমরেড সিকান্দর আলী বলেন, সমিতির স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সৎ ও ভাল ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করবো এবং তাদের পাশে থাকবো। কিন্তু অসৎ ব্যবসায়ীদের কর্মকান্ডের অংশীদার হবো না। তাদের সঙ্গে আমরা থাকবো না। আমাদের মধ্যে যে ভাতৃত্ব বন্ধন রয়েছে তা বজায় রাখতে হবে।
কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৩৩