স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে ১ম ব্যাটার হিসেবে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৮ ফেব্রুয়ারী (রবিবার) রাইলি রুশোর কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষের ম্যাচে এই কীর্তি গড়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন সময়ের অন্যতম সেরা এই ডানহাতি ব্যাটার। গতকালের ম্যাচে পেশোয়ারের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০৭ রান এবং রেকর্ড গড়ার জন্য বাবরের প্রয়োজন ছিল ৬৫ রান। দলকে জেতাতে না পারলেও নিজের রেকর্ডটি তিনি সফলভাবেই সম্পন্ন করতে পেরেছেন।
এদিন ২৯ বলে অর্ধশতক করেন বাবর। এরপর তাকে আউট করেন আবরার আহমেদ। ৬ উইকেটের বিনিময়ে ১৯০ রানে সীমাবদ্ধ থেকে ১৬ রানে ম্যাচটি শেষ পর্যন্ত হারতে হয় পেশোয়ার জালমিকে।
এছাড়াও টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছেন বাবর। তার ব্যাট থেকে আর মাত্র ৬ রান এলেই তিনি নতুন আরেকটি কীর্তির মালিক হয়ে যাবেন। এর আগে ২০১৭ সালের এপ্রিলে ক্রিস গেইল তার ২৮৫তম ইনিংসে এই কৃতিত্বটি অর্জন করে রেকর্ডটি গড়েছিলেন।
কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:০০