স্পোর্টস ডেস্ক : ৯ ওভারে ১ উইকেট ৬৫। রানের গতি কিছুটা কম হলেও সিলেট স্ট্রাইকার্সের এই অবস্থানকে মন্দের ভালো বলা গেছে। তবে সেখানে প্রথমবারের মতো ম্যাচ ঝুলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের দিকে। দশম ওভারে ভয়ঙ্কর হতে থাকা কেনার লুইসকে ফেরান মুশফিক হাসান। তবে পরের ওভারেই জোড়া আঘাত হানান লেগ স্পিনার রিশাদ হোসেন। এতে ৭৪ রানে পৌঁছাতেই ৪ উইকেট হারিয়ে বসে সিলেট।
কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৩০