আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পিটিআইয়ের প্রতিষ্ঠাতার সঙ্গে কথা বলার পর দলটির নেতা আসাদ কায়সার এই ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের। আসাদ কায়সার বলেন, পিটিআইয়ের মহাসচিব ওমর আইয়ুব প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হবেন। এছাড়া গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি পালন করবে পিটিআই। এই বিক্ষোভের তারিখ প্রকাশ করবেন পিটিআই প্রতিষ্ঠাতা (ইমরান খান)।
এর আগে, পিএমএল-এন প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার ভাই দলীয় প্রেসিডেন্ট শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরিফকে পিপিপি’র সমর্থনের বিনিময়ে প্রেসিডেন্ট পদে জারদারিকে সমর্থন করতে সম্মত হয়েছে পিএমএল-এন নেতৃত্ব।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২০