ডেস্ক নিউজ : পরকীয়ার অপরাধে কক্সবাজারের কুতুবদিয়ায় ফছিহ উদ্দিন (২৫) নামের এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সোমবার কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাঈদীন নাহী এ রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে মামলার বাদী এবং ওই নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। ফছিহ উদ্দিন কৌশলে বাদীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই স্ত্রীর রুমে চলে যেতেন তিনি।
এমন অবস্থায় স্বামীর হাতে কয়েকবার ধরাও পড়েছেন দুইজন। তাদের এমন কর্মকাণ্ড দেখা বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। এতে কাজ না হওয়ায় ভুক্তভোগী স্বামী আদালতে মামলা করেন ওই যুবকের বিরুদ্ধে। মামলায় অপরাধ আদালতে প্রমাণিত হওয়ায় তাকে সাজা দিয়েছেন।
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৩৪