শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ফুফাতো ভাই মিলন মিয়া (৪৭) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া বাউরতলা গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুরের নগুয়া বাউরতলা গ্রামের মৃত আবু হানিফ কাজীর ছেলে মিলন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের তার মামাতো ভাই রাশিদ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। মিলন মিয়া শুক্রবার সকালে ওই জমিতে চাষাবাদ শুরু করেন। খবর পেয়ে রাশিদ মিয়া ছেলে সোহেল মিয়াকে নিয়ে তাকে চাষাবাদে বাধা দেন।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি পরে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রাশিদ ও তার ছেলে সোহেল দেশীয় অস্ত্র দিয়ে মিলন মিয়াকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তার ডাক- চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে রাশিদ ও সোহেল চলে যায়। গুরুতর আহত মিলন মিয়াকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ নুরুল আলম জানান, প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মিলন মিয়া মারা গেছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২১