আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে থানা চত্বরে আয়োজিত ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফয়সল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির শেরপুর শাখার সাধারন সম্পাদক সেলিম রেজা, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি কামাল সেখ,
বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির শেরপুর শাখার সহ-সাধারন সম্পাদক লিটন, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শহীদ, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু জাহের, সাংবাদিক নজরুল ইসলাম, শেরপুর অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক যোবায়ের হোসাইনসহ হাইওয়ে পুলিশ ক্যাম্পের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ওপেন হাউস ডে অনুষ্ঠানে মহাসড়কে যানবাহন চলাচলের উপর জনসচেতনতা বাড়াতে বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন অতিথিবৃন্দ। এ সময় হাইওয়ে পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে উপস্থিত শ্রমিক ও বিভিন্ন পরিবহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫১