লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে মোট ৫ জন আসামী গ্রেফতার করেছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, নিয়মিত মামলা মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলের অভিযানের ধারাবাহিকতায় এস আই (নিঃ) ফারুক আহম্মেদ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করেন কোতোয়ালী মডেল থানাধীন রমেশ সেন রোডস্থ পতিতা পাল্লী হিরু মিয়ার ৩নং বাড়ীর নীচ তলা ৪নং কক্ষের ভিতর হইতে মাদক মামলার আসামী ১।
তানিয়া আক্তার (২৫), পিতা-মোঃ ইছহাক মিয়া, সাং- রমেশ সেন রোড, পতিতা পল্লী হিরু মিয়ার ৩নং বাড়ীর ভাড়াটিয়া, (ভাসমান), থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসআই (নিঃ) রফিকুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করেন কোতোয়ালী মডেল থানাধীন শিকারীকান্দা বাজারস্থ ফজর আলী সুপার মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী ১।
মোঃ রাসেল মিয়া (১৯), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-দিঘারকান্দা মোড়ল বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ০৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এস আই (নিঃ) ফারুক আহম্মেদ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। অত্র থানাধীন গাঙ্গীনারপাড় এলাকা হতে অন্যান্য মামলার আসামী ১।
মোঃ শহিদ (৫০), পিতা-মোঃ সিরাজুল ইসলাম , ২। বেনু চন্দ্র সরকার(৫৬), পিতা-মৃত নগেন্দ্র চন্দ্র সরকার , উভয় সাং-পাটগুদাম রেলির মোড়, উপজেলা/থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ,দ্বয়কে গ্রেফতার করা হয়। এস আই (নিঃ) আশিকুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন রঘুরামপুর এলাকা হইতে মারামারি মামলার আসামী ১। সাদিকুল মিয়া (২৫), পিতা-মোঃ সাত্তার মিয়া, সাং-চর রঘুরামপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৫২