স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আগামীকাল শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকার ব্লয়েমফনটেইনে ম্যাচ শুরু হবে বেলা ২টায়।
যুব এশিয়াকাপজয়ী বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায়। আয়ারল্যান্ড যুব দলকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করে।
সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপ জেতা বাংলাদেশ বড় লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকা গেছে। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স সবাইকে ভাবিয়ে তুলেছিল।
গ্রুপপর্বের শেষ ম্যাচেও আইরিশদের বিপক্ষে পারফরম্যান্স ধরে রাখতে চান মাহফাজুর রহমান রাব্বিরা।
কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪/রাত ১০:২৫