আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জাহাজটি মূলত একটি গবেষণা জাহাজ হিসেবে শ্রেণিবদ্ধ। এটি ভারত মহাসাগরের তলদেশে ম্যাপিংয়ের কাজ করে থাকে। ধারণা করা হচ্ছে, সমুদ্র তলদেশের ম্যাপিং করে পাওয়া তথ্য ভবিষ্যতে চীনের সাবমেরিন অথবা ডুবন্ত ড্রোন চলাচলে সহায়ক হবে।
বিখ্যাত ভূ-স্থানিক বিশেষজ্ঞ ড্যামিয়েন সায়মন জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি মালেতে পৌঁছাবে জাহাজটি। ২০১৯ ও ২০২০ সালেও এই জলসীমায় জরিপ চালিয়েছিল জাহাজটি। এর আগে, নয়াদিল্লির চাপে জাহাজটিকে নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি শ্রীলঙ্কা। সংশ্লিষ্টরা বলছেন, এবার ভারতকে প্যাঁচে ফেলতে মালদ্বীপে ভিড়তে যাচ্ছে ‘শিয়াং ইয়াং হোং ০৩’ নামের চীনা জাহাজটি।
ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যেই মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন। তাদের দুজনের মধ্যকার বৈঠকের পরই ভারত মহাসাগরের জলসীমায় আসা শুরু করেছে চীনা জাহাজটি।
কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/রাত ১১:২১