মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা প্রেসক্লাবের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায়, জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোমেনন মুনি, আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি রুবেল হোসেন, মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ বিজনেস পত্রিকার প্রতিনিধি আল মামুন, জাগরনী টিভির প্রতিনিধি শীতল চন্দ্র, জবাবদিহি পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান, সাংবাদিক আহসান হাবীব আরমান, সুজন কুমার মন্ডলসহ আরও অনেকেই। সভায়, বিগত এক বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়, সেই সাথে আগামী ১৪ ফেব্রুয়ারী প্রেসক্লাবের ক্লাবের ত্রি বাষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনার জন্য সাংবাদিক রুহুল আমিনকে প্রধান কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।
কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০০