স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ৪৮ ঘন্টা হরতাল সফলের লক্ষ্যে শুক্রবার বিকেলে যশোরের মনিরামপুরের রোহিতা বাজারে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
সভাপতিত্ব করেন রোহিতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান শফিয়ার রহমান, ফারুক হোসেন, ফিরোজ হোসেন, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিবর রহমান, আসাদুজ্জামান আসাদ, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, মাসুদ পারভেজ রুবেল, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, ইমরান হোসেন, কামরুজ্জামান, সাঈদ হাসান অমি, হানিফা আরমান প্রমুখ।
কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/রাত ৮:২৬