বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠায় কৃষি ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মোকাদ্দিস হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কৃষি ব্যাংক চাতলপাড় শাখায় দায়িত্বরত ওই কর্মকর্তা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছিলেন।এদিকে নাসিরনগরের আরো দুই সরকারি কর্মচারির বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে। তারা হলেন, উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা কমিউনিটি হেলথ প্রোভাইডার মোহাম্মদ হোসেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ভন্ডাররক্ষক জামাল আহমেদ। ওই দুইজনসহ অব্যাহতি পাওয়া তিনজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মো. ইমরানুল ইসলাম নামে এক ব্যক্তি। স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জানের পক্ষে ৩ ও ৫ জানুয়ারি এ অভিযোগ আনা হয়। মোকাদ্দিস বিগত নির্বাচনেও অনিয়ম করতে গিয়ে জনরোষের শিকার হয়েছিলেন বলে অভিযোগ উল্লেখ করা হয়।
তবে অভিযুক্ত ওই তিনজনই প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন। মোকাদ্দিস জানিয়েছেন, স্বজনদের চাপে তিনি একটি সভায় গিয়েছিলেন। মোহাম্মদ হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, তিনি পোলিং অফিসারের এর দায়িত্ব পেয়েছেন। জামাল আহমেদ জানান, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভ‚ঁইয়া জানান, মোহাম্মদ মোকাদ্দিসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জামাল আহমেদকে শুরু থেকে কোনো দায়িত্বে রাখা হয়নি। মোহাম্মদ হোসেনের বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/রাত ৮:১৬