বিনোদন ডেস্ক : ‘ডাঙ্কি’তে বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যপট ছিল। সেখানে কাজের অভিজ্ঞতা জানালেন তাপসী পান্নু নিজেই। এই প্রথম শাহরুখ খানের সঙ্গে তিনি কাজ করেছেন। এখানে যেমন দেখানো হয়েছে তেমনি ছিল ভরপুর রোমান্সের দৃশ্যও। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করছে।
‘ডাঙ্কি’-এর জন্য যখন শাহরুখের সঙ্গে তাপসীর প্রথম দেখা হয় তখন তিনি নাকি ভয়ে জমে গিয়েছিলেন। তবে তিনি ব্যক্তিগত জীবনে এমন নন। নায়িকা জানিয়েছেন তিনি বেশ মিশুক প্রকৃতির। হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, তাপসী পান্নু নিজেই জানিয়েছেন, বলিউড কিং শাহরুখকে এতোদিন পর্দায় দেখেছেন। তার কাজগুলোর সঙ্গে পরিচিত তার সঙ্গে নয়। ছবিতে তিনি একদমই গম্ভীর নন, বা দেখে ভয় পেতে হবে এমনটা নয়। ভীষণই ভালো মানুষ। তবুও দেখা মাত্রই তাপসী খুব ভয় পেতেন।
অভিনেত্রীর ভাষায়, ‘রোমান্টিক সিনে উনি যখন প্রেমমাখা চোখে আমার দিকে তাকাতেন, লুকস দিতেন আমি আবার সেই পুরানো দিনে ফিরে যেতাম। ওর সেই ক্লাসিক কাজ মনে পড়ত। আমি আবার ভয়ে জুবুথুবু হয়ে যেতাম। নিজেকে এই সময়টা সামলানো খুব চাপের হতো।’গতবছর ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ডাঙ্কি। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের তৃতীয় ছবি। এখানে শাহরুখ খান এবং তাপসী পান্নু ছাড়াও আছেন ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।
কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩