আমিনুর রশীদ রোমান, শ্রীমঙ্গল প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি’র পক্ষে, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) ২০২৩ খ্রিঃ সন্ধ্যায় সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিরাহিম পুরে নৌকা মার্কার পক্ষে এক বিশ্বাল নির্বাচনী জনসভা অয়োজিত হয়েছে। উক্ত নির্বাচনী জনসভায় শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মুমিন হোসেন সুহেল এর উপস্থাপনায় ও ৩নং ওয়ার্ড মেম্বার লিমন মিয়া’র সহযোগিতায় শ্রীমঙ্গল সদর ইউনিয়ন আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক, ফনি ভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, সংসদ সদস্য,পদপ্রার্থী বীর, মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, উম্মে ফারজানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, মিতালি দত্ত,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, তোফাজ্জল হোসেন ফয়েজ, পৌরসভা কাউন্সিলর, শিরিন জাহান সারমিন, তানিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক, দেলোয়ার হোসেন রাহিদ, উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, নুরুল আমিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী কৃষক লীগের যুগ্ম আহবায়ক, আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি, আকবর হোসেন সাহীন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক, শের জাহান আলী সেজু,শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক, সাধারণ সম্পাদক, আবিদ হোসেন তানভীর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র ওয়ার্ডের মুরব্বিয়ান ও এলাকার জনগন। প্রধান অতিথি বীর, মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি বলেন, আমি প্রতিদ্বন্দ্বী হয়েছিলাম হুইপ হিসেবে, বিরোধী দলের সময়কালে চিফ হুইপ, হিসেবে কাজ করেছি এছাড়াও বহু কমিটিতে আছি,যেখানে অনেকই কাজ করতে সাহস পায় না, মাননীয় প্রধানমন্ত্রী সেই সমস্ত কমিটিতে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, বাংলাদেশের আর্থিক ব্যবস্থা দুর্নীতি এগুলো বন্ধ হওয়ার জন্য, সেইসব কমিটিতে আমাকে দায়িত্ব দিয়েছেন।আপনারা তখন আমাকে ভোট দিয়েছেন,যেটা আপনাদের মূল্য। এটা মানুষের যোগ্য পর্যায়ে নির্ধারণ করে, আপনাদের কাছে যদি যোগ্য হিসেবে থাকি নিশ্চয়ই আপনারা ভোট দিয়ে আবারো নির্বাচিত করবেন, সেই হিসেবে আপনাদের কাছে দোয়া চাই।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮