বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের স্বতন্ত্র প্রাথীর সভা থেকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ভলাকুটের একটি স্কুল মাঠে হওয়া ওই জনসভার এ সংক্রান্ত একটি ভিডিও এ প্রতিবেদকের হাতে রয়েছে। ভুক্তভোগী জানিয়েছেন, হুমকি দেওয়ার বিষয়ে তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। একটি ভিডিওতে তিনি দেখেছেন তাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে। চরম নিরাপত্তাহীনতায় থাকায় তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।দুই মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে ভলাকুট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. আরাফাত আলীকে ভলাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভলাকুট গ্রামের বাসিন্দা কার্তিক দাসকে উদ্দেশ্য করে বলতে শুনা যায়, ‘কার্তিক বাবু আমার এনো (খাগালিয়া) গিয়া গন্ডগোল লাগাইছে। মিটিংয়ে যাতে লোকজন না আসে ভলাকুট থেইক্কা খাগালিয়া গেছে। আজকা যদি আমার নির্বাচন অইতো তাইলে ভলাকুট আর ফিরত পাডাইলাম না অইলে। আমরা নির্বাচন করি না কার্তিক বাবুর সাতে। সাত তারিখের পর যখন আমরা সাকসেসফুল হমুন তহন কতাবার্তা অইবো।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আমি একটা কতা কই আপনারা শুনেন। ভলাকুট ইউনিয়ন নৌকার ইউনিয়ন। এই ভলাকুট ইউনিয়ন কেন নাসিরনগর থানার ভিতরে আমার যত জালা যন্ত্রণা আছে এইটা আর কারো নাই।’ এ সময় তিনি কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিস্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামানের পক্ষে ভোট প্রার্থণা করেন। ভলাকুট ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠের ওই নির্বাচনী জনসভায় বক্তব্যের সময় একরামুজ্জামানকেও মঞ্চে দেখা যায়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. বরকত উল্লাহ। ভলাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কার্তিক দাস বলেন, ‘আজকে (শুক্রবার) ভিডিওটি দেখেছি। আওয়ামী লীগের বর্তমান এম.পি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনকে বিষয়টি অবহিত করেছি। এ ধরণের হুমকিতে তো আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া থাকা যাবে না। আমি নিরাপত্তাহীনতায় আছি।নাসিরনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মর চৌধুরী বলেন, ‘ওই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বলা হচ্ছে নিরাপদ নাসিরনগর গড়া হবে। এ ধরণের বক্তব্য দিয়ে তারা কিভাবে কি করবে। একজন প্রার্থীর উপস্থিতিতে সংখ্যালঘু ব্যক্তিকে হুমকি দিয়ে দেওয়া এ ধরণের বক্তব্য আমাদের জন্য বিব্রতকর।
কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:৪১