আন্তর্জাতিক ডেস্ক : গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে পাঁচ শতাধিক ইসরায়েলি সৈন্য, কর্মকর্তা ও সংরক্ষক (রিজার্ভ সেনা) নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে।
নিহত সৈন্যের সংখ্যা ৫০১ জন, যাদের অধিকাংশই গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়। ৭ অক্টোবর হামাসের হাতে কমপক্ষে ২৭৪ জন সৈন্য এবং ৩৮ জন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা (যারা বেসামরিক নাগরিক কিন্তু আইডিএফের তালিকভুক্ত গণ্য করা হয়) নিহত হন।
গাজা উপত্যকায় স্থল অভিযানের সময় এখন পর্যন্ত ১৬৭ জন আইডিএফ সৈন্য নিহত হয়েছে। আর যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের হামলায় ৯ জন সৈন্য নিহত হয়েছে। এছাড়া পশ্চিম তীরে হামলায় দুই সেনা নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর নিহত ৫০১ সৈন্যের তালিকায় পশ্চিম তীরে বন্ধুত্বপূর্ণ গোলাগুলিতে নিহত এক সৈন্য, লেবানন সীমান্তে ত্রুটিপূর্ণ গোলাবারুদের কারণে নিহত এক সৈন্য, উত্তর ইসরায়েলে একটি ট্যাংক দুর্ঘটনায় নিহত দুই সৈন্যও অন্তর্ভু্ত রয়েছে।
কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:০০