আন্তর্জাতিক ডেস্ক : এক বছর পর মস্কোর মাটিতে পা রেখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল সোমবার মস্কো পৌঁছেই হোটেলের সামনে টুপি-দস্তানা পরা ছবি পোস্ট করেছেন তিনি। তাতে লিখেছেন, ‘মস্কো পৌঁছেছি। আমার বৈঠকগুলো এবার শুরু হবে।’
পাঁচ দিনের এই সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ছাড়াও বাণিজ্যমন্ত্রীসহ বেশ কিছু শীর্ষ রুশ নেতার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। জানা গেছে, শক্তি, প্রতিরক্ষা এবং যোগাযোগের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়াতে চাইছে ভারত। সেই লক্ষ্য নিয়েই মস্কো পৌঁছেছেন জয়শঙ্কর।
এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইউক্রেন যুদ্ধের আবহের মধ্যেই রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করেছে ভারত। ফলে জয়শঙ্করের সফরের দিকে নজর রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোর। অবশ্য ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ পর্যায়ের বৈঠক বন্ধ রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভারত এবং রাশিয়ার সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে টেকসই হয়েছে।
বলা যায়, পশ্চিম একঘরে করে দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক ঘনিষ্টই হয়েছে মস্কোর। এক কথায়, পশ্চিমের সামনে এই ভাষ্যই তুলে ধরতে চায় দিল্লি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চেয়ে সংলাপ এবং কূটনীতির কথাও ভাবছে মোদি সরকার, যদিও তা নিজেদের জ্বালানি এবং প্রতিরক্ষা নিরাপত্তার স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়।