বিনোদন ডেস্ক : মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে লাইভে আসেন তিনি। ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত হবে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস। এটি প্রযোজনা করবে অন্তর শোবিজ।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল নায়ক বাপ্পি চৌধুরীর। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে থাকবেন আরও আটজন নায়ক। এদিকে সোমবার (২৫ ডিসেম্বর) সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকা অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী জানান, সিনেমাটি থেকে বাপ্পি চৌধুরীকে বাদ দেয়া হয়েছে। শর্তভঙ্গের কারণে বাপ্পিকে সিনেমাটি থেকে বাদ দেয়া হয়।
এ কথার বিপরীতে আজ মঙ্গলবার ফেসবুক লাইভে এসে বাপ্পী বলেন, আমাকে ‘অপারেশন জ্যাকপট’ থেকে বাদ দেয়া হয়নি, আমিই সিনেমাটি থেকে সড়ে দাঁড়িয়েছি। বাপ্পী আরও বলেন, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম এটা সত্য। সবকিছু ঠিক ছিল কিন্তু শুরুর দিকে আমাকে সিনেমাটির কর্তৃপক্ষ যেসব কথা বলেছিলেন পরে আমি তাদের সেই কথার সঙ্গে মিল পাইনি। তাই সিনেমাটি থেকে সড়ে দাঁড়িয়েছি।’
আমি দর্শকদের জন্য কাজ করি জানিয়ে বাপ্পি বলেন, দর্শকরা আমাকে প্রচণ্ড ভালোবাসেন। অনেক টাকা পেলেও তাদের আমি ধোঁকা দিতে পারব না। সিনেমাটি আমি আমার দর্শকদের জন্যই ছেড়েছি। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত হবে বিশাল বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে দেশের স্বাধীনতা সংগ্রামের এ ইতিহাস।
সিনেমাটিতে তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ইতিহাসের সাহসী সে অভিযানের সোনালি সময়কে সঠিকভাবে তুলে ধরা হবে সিনেমাটিতে।
কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৪৮